তার আর পর নেই - নেই কোন ঠিকানা
তারপর ?
‘তার আর পর নেই - নেই কোন ঠিকানা’
হেমন্ত মুখোপাধ্যায়ের ঐশ্বরিক কণ্ঠে সেই বিখ্যাত গান সংগীতপাগল মানুষ অনেকেই শুনেছেন । বিশেষত ওই গানে বিভিন্ন জায়গায় ‘তারপর’ বলে এক আশ্চর্য কণ্ঠী মহিলার কণ্ঠ, বিভিন্ন মদ্যুলেশন-এ ব্যবহৃত এই সংলাপটি যেন যেটা কিছুটা রোমান্টিক এবং কিছুটা বিষণ্ণ ।
অন্তরা, সঞ্চারীর আগেও সেই ‘তারপর’ প্রশ্ন সংলাপ ভেসে উঠতে থাকে এবং সেই সঙ্গে গানটা হয়ে উঠতে থাকে এক অলীক স্বপ্নের মতো । শুধু একটি মাত্র সংলাপ কি অনন্য উচ্চতায় নিয়ে যায় সেই গানটিকে । বলতে পারেন গানের সেই ‘তারপর’ সংলাপটি কার ?
অবশ্যই বলব তার আগে একটু ভূমিকা যে প্রয়োজনীয় ।
সেবার একটি বিশেষ কাজে বোম্বাইতে সুরকার নচিকেতা ঘোষ এসেছেন। একদিন হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে এক ঘরোয়া আড্ডায় হেমন্তবাবু নচিকেতাবাবুকে জানালেন, ‘গত বছর পুজোয় আমি সলিলের (সলিল চৌধুরী) কথায় ও সুরে গান গেয়েছি। এই বছরের গানে একটা নতুন কিছু চমক দাও, যেটা আগে কখনো আমার গানে আসেনি'। সুরকার নচিকেতা ঘোষ চিরকালই গানের সুর নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন । সম্প্রতি তিনি এক পরিচিতের মারফত খবর পেয়েছেন বিখ্যাত পরিচালক বিমল রায়ের সেক্রেটারি কাম সহকারী খড়গপুরের ছেলে মুকুল দত্ত খুব ভালো লেখেন । বিমল রায়ের ‘কাবলিওয়ালা’, ‘বন্দিনী’ ইত্যাদি ছবিতে তিনি বিমল রায়কে খুব ভালভাবে অ্যাসিস্টও করেছেন । নচিকেতা ঘোষের সাথে আলাপ হবার পর মুকুল একটা গান লেখার প্রস্তাব পেলেন । কিন্তু তখন মুকুল দত্ত প্রচণ্ড ব্যস্ত লোক । তিনি প্রথমে প্রত্যাখ্যান করলেন পরে যখন শুনলেন গানটি গাইবেন হেমন্ত মুখোপাধ্যায় তখন আর না করতে পারলেন না মুকুলবাবু । নচিকেতা ঘোষ তখন গানের একটা নাটকীয় বিষয় বুঝিয়ে দিলেন ।
গীতিকার মুকুল দত্ত |
লেখা হোল সেই বিখ্যাত গান --- ‘তারপর ? তার আর পর নেই - নেই কোন ঠিকানা’ ।
কিন্তু গানের সেই বিখ্যাত ‘তারপর’ সংলাপটি কে বলবেন ! ইতিমধ্যেই নচিকেতা ঘোষের সাথে আলাপ হয়ে গেছে বলিউডের বিখ্যাত অভিনেত্রী চাঁদ উসমানীর। উনি তখন মুকুল দত্তের ঘরণী । দিলীপ কুমারের বিখ্যাত ছবি ‘নয়া দৌড়’, ধর্মেন্দ্রর ‘হকিকত’, অমিতাভের ‘অভিমান’, শাম্মি কাপুরের ‘জীবন জ্যোতি’ বিশ্বজিৎ ও সায়রা বানু জুটির বিখ্যাত ছবি ‘এপ্রিল ফুল’, কিশোর কুমারের ‘বাপ রে বাপ’ সহ অজস্র বিখ্যাত সিনেমার অন্যতম মুখ তিনি । পাশাপাশি স্বামী মুকুল দত্তের ঘরণী হবার দৌলতে চাঁদ উসমানীর বাংলা উচ্চারণও খুব স্পষ্ট তখন। অতঃপর সুরকারের অনুরোধে মুকুল ঘরণী ‘তারপর’ সংলাপটি হেমন্তবাবুর গানের সঙ্গে সঙ্গে বিভিন্ন মুডে রেকর্ডিং করলেন ।
![]() |
১৯৫৩ সালের ছবি ‘জীবন জ্যোতি’ র একটি দৃশ্যে চাঁদ উসমানী । |
অন্তরা, সঞ্চারীর আগেও
সেই ‘তারপর’ প্রশ্ন সংলাপ ভেসে উঠতে লাগলো এবং সেই সঙ্গে গানটা হয়ে উঠল এক
অলীক স্বপ্নের মতো । রেকর্ডিং শেষ হবার পর সবাই অনুভব করলেন শুধু একটি মাত্র সংলাপ
কি অনন্য উচ্চতায় নিয়ে গেল হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই গানটিকে । হেমন্তবাবু নিজেও খুব আনন্দিত রেকর্ডিং শেষ হবার পর। ১৯৬২ সালে পুজোয় রিলিজ হওয়া সেই গানটি সেই বছর সুপার
হিট বাংলা গানের তালিকায় জায়গা করে নিল এবং বলাই বাহুল্য আজও গানটি সমান জনপ্রিয় । এই রেকর্ডের উল্টোদিকের গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল, 'তুমি এলে অনেকদিনের পরে যেন বৃষ্টি এল', এই গানের কথাও লিখেছিলেন মুকুল দত্ত ও সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ।
![]() |
অভিনেত্রী নূতনের সাথে মুকুল পুত্র রোশন ও চাঁদ উসমানী |
শেষ করার আগে আরও একটা ছোট্ট তথ্য দিয়ে দিই । বাংলা গানে এই রকম এক সংলাপ বিখ্যাত হয়ে রয়েছে আরও একটি কালজয়ী গানে। সেখানে স্থায়ী, অন্তরা, সঞ্চারীর আগে প্রশ্ন ছিল আর এক নারী কণ্ঠে । ‘এ কি আকাশ?’ , ‘এই কি সাগর?’ ।
![]() |
তালাত মাহমুদ যিনি বাংলায় তপনকুমার নামে গাইতেন |
রাখী গুলজার (বিশ্বাস) |
সেই কণ্ঠ ছিল আর এক বলিউড অভিনেত্রী রাখী গুলজারের । এই গানে সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আর এই গানের কথাও লিখেছিলেন মুকুল দত্ত । আর হেমন্তবাবু
গানটি গাইয়েছিলেন তপনকুমারকে দিয়ে । আর কে না জানে বোম্বাইয়ের বিখ্যাত গায়ক তালাত মাহমুদ বাংলায় গান গাইতেন ‘তপনকুমার’ নাম নিয়ে । গানগুলির লিংক দিয়ে দিলাম। কেমন লাগলো জানালে আমার বেশ ভালো লাগবে আর এর সাথে ইচ্ছে রইল আগামী কোন এক দিন অভিনেত্রী চাঁদ উসমানীকে নিয়ে কিছু লেখার ।
তার আর পর নেই - নেই কোন ঠিকানা
তুমি এলে অনেকদিনের পরে যেন বৃষ্টি এলো
এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকব ?
প্রবীর মিত্র
০৩/০৪/২০২১
(বিশেষ তথ্যঋণ ঃ জয়দীপ চক্রবর্তী, এই সময়, দেশ ও সব ছবি এবং ভিডিও ইন্টারনেট হতে প্রাপ্ত)