Advertisement

ফিরে দেখা সেইসব দিনগুলো, যেগুলো আমাদের ছোটবেলা ভরিয়ে রাখত

বুধবার, ৪ আগস্ট, ২০২১

হিন্দি বলয়ের উপেক্ষিত এক উত্তমপুরুষ

 হিন্দি বলয়ের উপেক্ষিত এক উত্তমপুরুষ

প্রবীর মিত্র

(কিছুদিন আগে আমরা পেরিয়ে এলাম উত্তমকুমারের ৪১তম মৃত্যুবার্ষিকী (২৪শে জুলাই ১৯৮০)।  আজ এতো বছর পরেও আপামর বাঙ্গালীর হৃদয়ে উত্তমকুমার এক ম্যাটিনি আইডল।   আজ এই লেখার মাধ্যমে বাঙ্গালীর এই উত্তম আবেগকে একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টায় রইলাম।)

ছোট থেকেই অরুনের মাথায় ছিল থিয়েটার-এর পোকা, স্বপ্ন দেখতেন বাংলা ছবির নায়ক হবার, সিনেমার প্রমথেশ বড়ুয়া, কে.এল.সাইগল ও থিয়েটারের শিশির ভাদুড়ী ছিলেন তাঁর স্বপ্নের হিরো, কিন্তু বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ছিলেন সামান্য মাইনের মেট্রো সিনেমা হলের প্রোজেক্টর অপারেটর, সংসারের চাপ তিনি আর নিতে পারছিলেন না।  সেটা উপলব্ধি করেই  ১৯৪৫ সালে বি.কম. পাশ করেই বাড়ীর বড় ছেলে হিসাবে অরুন আঁতিপাঁতি করে একটা চাকরী খুঁজছিলেন।  অবশেষে মেজমামার সুপারিশে মাসিক দুশো পঁচাত্তর টাকায় পোর্ট ট্রাস্টের একটা সাধারন কেরানীর চাকরী জুটল।  কিন্তু মনটা যে পড়ে রয়েছে রূপোলী পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার। সারাদিন অফিসের পর সন্ধ্যেবেলায় এসে জুটতেন পাড়ার ক্লাবে শখের থিয়েটারের রিহার্সালে অথবা

বাঙ্গালীর ম্যাটিনি আইডল উত্তমকুমার

বাড়ীতে হারমোনিয়াম টেনে নিয়ে গাইতেন সাইগল সাহেবের সিনেমার গান।  পাড়ার দুর্গা পুজো থেকে স্বরসতী পুজোর জলসায় গানে ও নাটকে অরুন ছিল নিয়মিত অংশগ্রহণকারী।  একদিন ক্লাবে একটি নাটকের রিহার্সাল চলাকালীন ঘটনাচক্রে আলাপ হয় গনেশদা নামে এক সখের অভিনেতার সাথে আর তার হাত ধরেই অরুন প্রথম পা রাখলেন ভারতলক্ষী স্টুডিয়োর অন্দরে অফিস কামাই করে।  ‘মায়াডোর’ নামে একটি হিন্দি ছবির শ্যুটিং চলছিল তখন, খুব ছোট্ট একটা রোল, প্রবল উৎসাহে টগবগ করে ফুটতে ফুটতে শট দিলেন অরুন।  তারপর চাতক পাখীর মতো অপেক্ষা করতে লাগলেন ছবি রিলিজের জন্য, ছোট্ট একটা রোল, তাতে কি, তাঁর জীবনের প্রথম রূপোলী পর্দায় মুখ দেখানো বলে কথা।   কিন্তু বিধি বাম, কয়েকদিন পর জানতে পারলেন ছবির কাজ আটকে গেছে, প্রযোজক হাত গুটিয়ে নিয়েছেন ছবি থেকে, কারণ তখন ১৯৪৭ সালের মাঝামাঝি, ভারত তখন স্বাধীন হবার পথে, উত্তল সময়, তাই পোর্ট ট্রাস্টের একটা সাধারন কেরানীর স্বপ্ন অধুরাই থেকে গেল।  অরুনের জীবনের প্রথম ছবি (হিন্দি) ‘মায়াডোর’ কালের গর্ভে চলে গেল।   বাকী টুকু পড়ার জন্য ক্লিক করুন...।।